বাংলাদেশের নারী ফুটবলাররা যে সন্মান বয়ে আনছে সেটি দেশের জন্য বিরাট এক সাফল্য। দেশের ফুটবলা অঙ্গন তো অনেকট মা/রায় গিয়েছিল তার মধ্যে এত বড় একটা সাফল্য সত্যই বিশাল গৌরবের। তবে তাদের সাফল্যের জন্যে যে পুরস্কার দেওয়া হবে সেটি সবার জন্য সমান হওয়া উচিত বলে মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা পাঠকদের জন্য সেটি হুবাহু নিচে তুলে ধরা হলো।
পুরস্কার,সুযোগ-সুবিধা দলের সবার জন্যে এক রকম হওয়া দরকার।কার বাড়ি আছে কার নেই,সেটা বিবেচনায় না নিয়ে ঘর-টাকা যা দেবেন,সবাইকে সমপরিমান দেন। একতাবদ্ধ দলে বৈষম্য তৈরি করবেন না।
* রসিকতায় তো আমাদের জুড়ি নেই।কাজী সালাউদ্দিনকে নিয়ে রসিকতার আগে একটু পেছনে তাকান।সালাউদ্দিন বাফুফের দায়িত্ব নেওয়ার পর যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল,তা পূরণ হয় নি।তার সমালোচনা হওয়া স্বাভাবিক।সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার আগে মাঠে ফুটবল ছিল না।ফুটবল খেলাটাই প্রায় হারিয়ে গিয়েছিল।রসিকতার আগে বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার।
* এই মেয়েদের গত কয়েক বছর এক সঙ্গে রেখে থাকা-খাওয়া,প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছে বাফুফে।পরিমাণ অল্প হলেও নিয়মিত বেতনের ব্যবস্থা করেছে সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে।মেয়েদের মধ্যে এই প্রফেশনালিজম আনা গেছে বলেই তারা এতটা আত্মবিশ্বাসী,দৃঢ়-প্রতিজ্ঞ।সালাউদ্দিনকে নিয়ে রসিকতার আগে বিষয়টি কী বিবেচনায় রাখা দরকার না?
প্রসঙ্গত, এই সাফল্যের পিছনে যাদের অবদান তাদের প্রত্যেকে সমান ভাবে পুরস্কার এবং আর্থিক সযোগিতা দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা।