সালমান শাহর চলে যাওয়ার পেছনে মিডিয়া ইন্ডাস্ট্রি অনেকবটা দায়ী বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র অভিনেতা শাকিল খান। সম্প্রতি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “এমন উজ্জ্বল নক্ষত্রের এভাবে চলে যাওয়ার কথা নয়। যে মানুষটিকে আমরা ধরে রাখতে পারিনি। এই মানুষটির এভাবে চলে যাওয়ার কথা নয়। আমি মনে করি এটা আসলে আমাদের অক্ষমতা।
সালমান শাহ বহুমুখী প্রতিভাবান ছিলেন। তিনি একজন প্রতিভাবান শিল্পী। যে কোনো চরিত্রে তিনি নিজেকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেন। তার অভিনয় দেখে মনে হয়নি যে তিনি অভিনয় করছেন।
শাকিল খানের মতে, তিনি ইন্ডাস্ট্রিতে খারাপ রাজনীতির শিকার।
শাকিল খান ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢালিউড ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন। ১৯৯৪ সালে, অভিনেতা ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে প্রবেশ করেন। শাকিল খানের চলচ্চিত্রের মধ্যে রয়েছে, অবুঝ বউ , তোমাকে খুঁজছি, রক্ত পিপাসা, মায়ের বদলা, মেঘলা আকাশ, বিয়ের ফুল, জীবন ছবি ইত্যাদি।
ঢালিউড ইন্ডাস্ট্রিতে সালমান শাহের ক্যারিয়ার মাত্র চার বছরের। কিন্তু মৃ/ত্যুর ২৭ বছর পরও তিনি সমান জনপ্রিয়। বলা যায় জনপ্রিয়তার নতুন মাপকাঠিতে পরিণত হন সালমান শাহ। সেই ‘স্বপ্নের নায়ক’ অগণিত ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের এই দিনে ২৫ বছর বয়সে হঠাৎ চলে গেলেন।
আজ থেকে ঠিক ২৭ বছর আগে ঢাকার ইস্কাটনে নিজ বাড়িতে রহস্যজনকভাবে মা/রা যান সালমান শাহ। তবে এই নায়কের মৃ/ত্যুজট এখনও খোলেনি। পর্যায়ক্রমে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে এ নিয়ে সন্তুষ্ট নন নায়কের পরিবার বা ভক্তরা। কারণ, এসব তদন্ত প্রতিবেদনে বারবার বলা হয়েছে সালমান শাহ আ/ত্মহত্যা করেছেন।
সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলঃ তুমি আমার, স্বপ্নের পৃথিবী, বিচার হবে, স্বপ্নের ঠিকানা, সুজন সখী, স্বপ্নের নায়ক, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু, বুকের ভেতর আ/গুন ইত্যাদি।