সিলেটে ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে প্রায় সারাদিন ধরেই নিজের জায়গা থেকে সাধারন মানুষকে সতর্ক করে যাচ্ছিলেন শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দিনভর বন্যা নিয়ে সতর্ক করার পর দিন শেষে নানা ফেরার দেশেই পাড়ি জমাতে হলো তাকেই।
সিলেটের শাহপরান থানার সূত্র অনুযায়ি, নিজ বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি।
তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
টিটু চৌধুরীর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান মুক্তি জানান, বন্যার পানিতে তার বাড়ি প্লাবিত হওয়ার পর তিনি বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময়ে তিনি পানির মধ্য দাড়িয়ে থাকা অবস্থায় বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন টিটু চৌধুরী। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়ার কালে মৃত্যুর মুখে ঢোলে পড়েছেন তিনি।