বর্তমান সময়ে বাংলাদেশের টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে এবং এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তিনি রয়েছেন বাংলাদেশ দলের সাথে। তবে তিনি কোনো টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেননি।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে স্বেচ্ছায় ছয় মাসের বিরতি নিয়েছেন দেশের সেরা এই ওপেনার। তবে তামিমের টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে বিসিবিতে চলছে নানা আলোচনা-সমালোচনা।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে যখন মাহমুদউল্লাহরা ব্যস্ত তখন এক পোস্টে নতুন আলোচনার জন্ম দিলেন তামিম। সোমবার সকালে ওয়ানডে অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফে”স/বুকে মাত্র দুটি শব্দে লিখেছেন- ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি।’ এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি।
আর এটাই রহস্যের উৎস। কারণ এই ইমোজি দিয়ে বোঝা যায়নি তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্বাগত জানাচ্ছেন নাকি বিদায় জানাচ্ছেন।
তামিম ঠিক কী বোঝাতে চেয়েছেন সেই রহস্য খুঁজতে গিয়েই পোস্টটি সরিয়ে দেন তামিম। তার পোস্টটি মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়েছিল। যদিও নেটিজেনদের নেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দেন তামিম। সে হিসেবে চলতি মাসের ২৭ তারিখে তার টি-টোয়েন্টি বিরতি শেষ হবে।
তবে গত মাসে বিস্তারিত বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তামিম। জানালেন, ছয় মাস শেষ হলে কবে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করবেন তিনি নিজেই বলবেন!
উল্লেখ্য, তামিম ইকবাল বাংলাদেশ দলের একজন সিনিয়র ক্রিকেটার। তার অভিজ্ঞতাও অনেক। তিনি সাধারণত ওয়ানডে সিরিজগুলোতে অধিনায়ক হিসেবে খেলে থাকেন। তিনি গত পাঁচ মাসের বেশি সময় ধরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে রয়েছেন।