বাংলাদেশের ( Bangladesh ) চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। বাংলাদেশের ( Bangladesh ) অনেক ছবিতে তাকে মায়ের চরিত্রে বেশি দেখা গিয়েছে। অসহায় চরিত্রের অভিনয়ের ক্ষেত্রে তিনি ছিলেন সেরা অভিনেত্রী। মাঝখানে অনেকদিন ধরেই তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি। সম্প্রতি খবর পাওয়া গেল তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি কাউকে চিনতে পারছে না। আনোয়ারের ( Anwar ) মেয়ে মুক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আনোয়ারের ( Anwar ) অবস্থা এমন হয়েছে।মুক্তি বলেন, “মায়ের অবস্থা ভালো নয়। কয়েকদিন ধরে কাউকে চিনতে পারিনি। চোখ পিটপিট করছিল। কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়েছে। তখন থেকেই এই সমস্যা দেখা দিয়েছে, চিনতেও পারছে না কাউকে। আগের থেকে আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো। এখন বাসায় চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন ধীরে ধীরে সমস্যা ঠিক হয়ে যাবে।’
১১ মার্চ রাতে ( March night ) আকস্মিক ব্রেন হেমারেজ হলে, আনোয়ারাকে ঢাকার রামপুরার বনশ্রীর ( Banasree Rampura, Dhaka ) একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তিনি।এদিকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বুধবার ( Wednesday ) আনোয়ারাকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে রাষ্ট্র। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০। সেখান থেকেই তার এই পুরস্কার নেওয়ার কথা ছিল। মুক্তি জানান, আনোয়ারা শারীরিক অসুস্থতার কারণে পুরস্কার নিতে পারেননি।
দায়িত্বরত চিকিৎসক বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হলে রোগীদের ক্ষেত্রে এমনটি ঘটে থাকে। বিষয়টি চিকিৎসা দিয়ে সুস্থ করা প্রায় ক্ষেত্রে সম্ভব হয় না। তবে সম্পূর্ণ বিশ্রামে এবং সঠিক চিকিৎসায় ভালো হয়ে উঠতে পারেন কিছুটা। নিয়ম অনুযায়ী চলাচল করলে আল্লাহর রহমতে সব সমস্যাই ঠিক হয়ে যাবে, এমন আশা তার পরিবারের সদস্যদের।