কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন মোস্তফা কামাল মামুন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার হুমকির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হলেও সোমবার সকাল থেকে বিষয়টি সবার নজরে আসে।
হুমকিপ্রাপ্ত মোস্তফা কামাল মামুন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি চান্দিনা উপজেলার নাতেঙ্গী এলাকার বাসিন্দা। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী তিনি।
২১ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে স্বচ্ছসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামুনকে বলতে শোনা যায়, সাবধান হয়ে যান, নৌকায় আসেন না হলে এলাকা ছাড়েন। কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ এক হয়ে গেছে।’ রাত থেকেই এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় চান্দিনা উপজেলার নবাবপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভোট চেয়ে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন। এসময় তিনি এ হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল মামুন বলেন, বক্তব্যটি আমারই, তবে তা খণ্ডিত করে এডিট করে শব্দগুলো ব্যবহার করা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াব বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এসব বক্তব্য সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।