সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখা একটি ডিজিটাল বোর্ডের ছবি ভাইরাল হয়েছে। গত রোববার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রসংগঠনের এমন বার্তায় রাজশাহী কলেজ ও আশেপাশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের স্ক্রলিং বোর্ডে এই বার্তাটি প্রদর্শিত হয় বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ঘটনায় তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
সূত্র জানায়, বিকেল ৫টার পর রাজশাহী কলেজের স্ক্রলিং বোর্ডে হঠাৎ নিষিদ্ধ ছাত্রলীগের বার্তা দেখা যায়, যা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানান।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী বলেন, ‘ডিভাইসটি হ্যাক করে এই বার্তা প্রচার করা হয়েছে বলে আমাদের আইটি বিশেষজ্ঞরা জানিয়েছেন। অধ্যাপক আবদুল মতিনের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ ঘটনার পর বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে এবং সন্দেহভাজন একজনকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন। কে বা কারা এই ঘটনার পেছনে আছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ‘এ ঘটনায় আমরা বিস্মিত এবং কলেজ কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় আছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ প্রকাশ্যে আসার সাহস পাচ্ছে না। তারা ভয়ভীতি দেখাতে চাইলেও রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্ররাই রয়েছে।’