বান্দরবানের পাহাড়ি এলাকায় ‘ডেডবডি’ ছবির শুটিং চলছিল। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমায় অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ওমর সানী। শুটিংয়েও অংশ নেন তিনি। কিন্তু সেখানে দুর্ঘটনা ঘটে।
পাহাড়ি একটি সাপ ওমর সানীকে কামড় দেয়। অভিনেতা শুরুতে খুব ভয় পেলেও পরে নিজেকে সামলে নেন। গতকালের এ ঘটনার পর তিনি ইতিমধ্যে বান্দরবান থেকে ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে তিনি বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম।
পরে দেখলাম একটা ছোট পাহাড়ি সাপ। দেখে মনে হলো, সাপ ভেজে খেয়ে ফেলি (হাসি)।’
ওমর সানী জানান, সাপের কামড়ের পর স্থানীয় চিকিৎসক ও শ্যুটিং-এর লোকজন খুব সাহায্য করেছিল। সবাই নিশ্চিত করেছে যে এই সাপের কামড়ে তেমন কিছু হয় না।
এটা কোনো বিষধর সাপ নয়। তবে ঘটনাস্থলেই অভিনেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর ডাক্তারের কাছে নিয়ে যান।
সানী বললেন, ‘আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি
আমি সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন।
পরিচালক ইকবাল জানান, তারা পাহাড়ি এলাকায় শুটিং করছিলেন । সেখানে বেশ জঙ্গল ছিল। সেখানে একটি সবুজ রঙের সাপ কামড় দেয় ওমর সানীকে।
জানা যায়, ‘ডেডবডি’ সিনেমায় ওমর সানীর অংশের শুটিং শেষ। সানী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।