বর্তমান আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে তুলে ধরার অন্যতম একটি মাধ্যম ‘টিকটক’। প্রায় সব শ্রেণির মানুষের কাছেই এটি বেশ জনপ্রিয় একটি মাধ্যম। তবে টিকটকে আসক্ত হয়ে রীতিমতো ঘটছে নানা অপ্রত্যাশিত ঘটনা। আর এরই জের ধরে অসাবধানতা-বশত এবার প্রাণ গেল সানজিদা আক্তার (১১)।
তার মা কোহিনুর বেগম জানান, তার মেয়ে টিকটক ভিডিও করার নেশায় আসক্ত। সেই নেশা তাকে পৃথিবী থেকে নিয়ে গেল।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। টিকটক ভিডিও করতে গিয়ে মৃত্যু হয় তার। এমনটাই মনে করছে তার পরিবার।
ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, শুনেছি মেয়েটা কারো বাধা মানতো না। টিকটক ভিডিও করতে গিয়ে অনেকের বকাও খেয়েছে সে।
এদিকে সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করে চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।