চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা নতুন পরিচয়পত্র পাচ্ছেন। গত ১ আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। অভিনেতা রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, অভিনেত্রী শাহনূরসহ অনেকে সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে তাদের পরিচয়পত্র নেন। সাধারণ শিল্পীদের অনেকেই এই পরিচয়পত্র পেয়েছেন। সেই পরিচয়পত্রের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁরা। তবে ক্ষুব্ধ অভিনেতা জায়েদ খান। কারণ পরিচয়পত্রে সাধারণ সম্পাদক পদের পরিবর্তে অভিনেতা নিপুণ আক্তারের স্বাক্ষর রয়েছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন আদালত। তবে এরই মধ্যে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী নিপুণ। সম্প্রতি শিল্পী সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন নতুন অভিনেতাকে পরিচয়পত্র দেওয়া হয়। সভাপতি হিসেবে পরিচয়পত্রে স্বাক্ষর করেন ইলিয়াস কাঞ্চন। নিপুন আক্তার সাধারণ সম্পাদক পদে স্বাক্ষর করেন। জায়েদ খান বলেন, অবৈধ নিপুন শিল্পী সমিতিতে আবার কার্যক্রম শুরু করেছে। তিনি বৈঠকে যোগ দিচ্ছেন। কয়েকজন নতুন অভিনেতা পরিচয়পত্রে স্বাক্ষর করেছেন যা অন্যায্য।
আমাদের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আমি মনে করি একজন শিল্পীর আইন মানার নৈতিক দায়িত্ব। চলতি বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিষয়টি এখন আদালতে। কোনো চূড়ান্ত রায়ে পৌঁছানো যায়নি। তাহলে কোন নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক পদে নিপুণের নাম? এ প্রসঙ্গে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, হ্যাঁ, নিপুণ স্বাক্ষর করেছেন। তিনিও সব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আর আদালত তাকে নিষেধ করেনি। আমি আইন নিয়ে পড়াশুনা করিনি, আপনারা চান আদালত তা জানুক।
উল্লেখ্য, নিপুণ অবৈধভাবে স্বাক্ষর করে পরিচয়পত্র দিচ্ছেন বলে জানিয়েছে জায়েদ খান। এমনকি তিনি এই বিষয়ে আপত্তিও জানিয়েছেন। তিনি আরো বলেছেন যে, তিনি যা করছেন সেটা সম্পুর্নভাবে অন্যায় কাজ করছেন। কারণ সাধারণ সম্পাদকের পদ স্থগিত করেছেন আদালত। আদালতের রায়কে আমি সম্মান জানিয়েছি, তাই সাধারন সম্পাদকের কোনো কাজে অংশ নিচ্ছি না।