বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, দেশের সাধারণ মানুষ বরই দিয়ে ইফতার করবে, আর যারা বিত্তবান তারা খেজুর খাবে, মুরগির রান খাবে। এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের সক্রিয়তা প্রয়োজন।
বুধবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে প্রবাসীর স্ত্রীর নি/র্যাতনের বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, আমাদের কথা কে শুনবে। বঙ্গবন্ধু নেই, মওলানা ভাসানী নেই। আমরা মরে গেলে হয়তো শুনতে পারে। মানুষ সত্যিই হতাশ। আমরা জনগণকে সেভাবে উৎসাহিত করতে পারিনি।
প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে সাত দিনের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, অপরাধীর বিচার না হলে আমি একা থাকলেও রাজপথে বসে থাকব।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।