বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি।গেলো বেশ কিছু বছর ধরে রাজনৈতিক মাঠে এই দলটির অবস্থা ছিল বেশ করুন।তবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলটি। আর এই কারনে দেশের আলোচনার শীর্ষে রয়েছে বিএনপি।এবার এ নিয়ে কথা বলেছেন আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তা সেই লেখনী তুলে ধরা হুবহু:-
কিছু দলছুট নেতা, কিছু পেশাজীবী আর স্বাধীনতা বিরোধীদের নিয়ে বিএনপির সৃষ্টি হয়েছিল।
৯০ এর দশকের পর থেকে তরুণদের মধ্যে একটা জেনারেশন তৈরী হয়েছে, যারা বিএনপিকেই ধারণ করে। তারা মাঠ থেকে রাজনীতি করে বিএনপি হয়েছে। কারণ, তাদের সামনে উদার রাজনৈতিক তত্ত্ব দেয়া হয়েছিল।
কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতাদের সন্তানেরা বিএনপি জেনারেশন হয়নি। হয়েছে উগ্রপন্থী জঙ্গি ও জামাতী জেনারেশন। কারণ, তারা ঘর থেকে এই রাজনৈতিক তত্ত্বই শিখে এসেছে।
একজন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা’ র ছেলে ইশরাক হোসেন কিংবা যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের- একই সুরে জঙ্গিদের মত কথা বলে, স্লোগান দেয়, বক্তব্য দেয়।
কি বুঝলেন ? তারা মাঠে এসে উদার রাজনৈতিক কথা বার্তা বললেও বাসায় অর্থাৎ অন্তরে জঙ্গি পন্থাকেই ধারণ করে। তাই তাদের সন্তানেরা জঙ্গিদের মত কথা বলে।
প্রসঙ্গত, বিএনপি এখন দেশ ব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের রাজনৈতক মাঠ নতুন করে হাসিল করার জন্য। ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের সমাবেশ করেছে।