সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নানা কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলী।তারা আবারও একতরফা ভোট করে ক্ষমতায় থাকার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে।যার কারণে বিরোধী দল বিএনপিকে নির্বাচনের বাইরে রেখেই ভোটের সকল আয়োজন ইতিমধ্যে সেরে ফেলেছে। শুধু তাই নয় বিএনপিকে দমাতে দলটির শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার সাজা ও নি/র্যাতন অব্যাহত রেখেছে সরকার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
শোনা যাচ্ছে ইলেকশনে হাসিনার বাজেট তিরিশ হাজার কোটি টাকা। এইটা সে বিলাইবে ভোট কেনার জন্য নগদে। অনুমান করা যায়, সাত তারিখ পর্যন্ত তীব্র নগদ টাকার সংকটে থাকবে ব্যাংকগুলা। মুদ্রাস্ফীতি আকাশে উঠবে ইলেকশনের পরে। এইটার দায় হাসিনা চাপাবে আমেরিকান স্যংশনের উপরে।
হাসিনার চিকনা বুদ্ধির সাথে পারা মুশকিল।
প্রসঙ্গত, সরকার আবারও জোর করে ক্ষমতায় থাকার জন্য ১৪ ও ১৮ সালের মতো করে নির্বাচন করতে মরিয়া হয়ে ওঠেছে।আর এ কারণে কোনো বাধা যেন না আসে তার জন্য রাষ্ট্রীয়যন্ত্র ব্যবহার করছে।