বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে সব হাজতি ও কয়েদিদের নিয়ে যায়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে হামলা চালায় তারা। পরে হামলাকারীরা জেলগেট ও ভেতরের তালা ভেঙে হাজতি ও কয়েদিদের বের করে নিয়ে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছেন। তবে কতজন আসামি ও বন্দীকে বের করে নিয়ে গেছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক লাখ বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা কারাগারের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা প্রধান ফটকের তালা ভেঙে কারাগারের ভেতরে প্রবেশ করে, ভেতরে থাকা সব কক্ষের তালা ও সাধারণ কয়েদিদের গেটের তালা ভেঙে আসামিদের বের করে নিয়ে যায়। বিক্ষুব্ধ জনতার আরেকটি অংশ সাতক্ষীরা-খুলনা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ অবরোধ করে রেখে কাউকে যেতে দিচ্ছেন না। কারাগার এলাকার সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলার হাসনা জাহান বিথি কিংবা অন্য কোনো দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।