সাজার মেয়াদ শেষ হওয়ার পরও দেশের কারাগারে রয়েছেন ১৫৭ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে, একজন ভারতীয় নাগরিক ছয় মাসের সাজা ভোগ করার পরে ২১ বছর ধরে কারাগারে রয়েছেন। এছাড়া পাঁচদিনের সাজায় ১০ বছর ধরে জেলে আরেকজন।
রোববার (২১ জানুয়ারি) কারা অধিদপ্তর আদালতে এ ধরনের প্রতিবেদন দাখিল করবে বলে আশা করা হচ্ছে। সাজা শেষ হওয়ার পরও যারা দেশের কারাগারে বন্দি রয়েছেন, এমন বিদেশিদের তালিকা সম্প্রতি চেয়েছে হাইকোর্ট।
গত ১৫ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট আবেদনের শুনানিকালে কারা মহাপরিদর্শককে ১০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। ওই শুনানিতে সাজাভোগের পরও কারাবন্দী রাখা কেনো আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, সেটি জানতে চেয়ে রুল জারি করা হয়।