আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, হতাশ হবার কিছু নেই। এ বিচার কার্যকরে সরকারের যে যে পদক্ষেপ নেওয়া দরকার, সে সব পদক্ষেপ আমরা নিবো।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী জজ ও সমমানের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মৌলিক ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন আর সেই অপসংস্কৃতি নেই যে কোনো হত্যার বিচার ছাড়া আমাদের মন থেকে মুছে যাবে। সাগর-রুনি হত্যা মামলার বিচার হবে।
এসময় ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অহেতুক ড. ইউনূসকে গ্রেফতার করা বা জেলে নেওয়ার পরিকল্পনা সরকারের নেই।তার মামলার বিচার করবেন বিজ্ঞ বিচারকরা। সেই রায় বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকারকেই করতে হবে।
আনিসুল হক আরও বলেন, আমরা বিচার বিভাগে আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। আজকের বিচার বিভাগ অনেক বদলে গেছে। এই বিভাগটি সর্বোপরি উচ্চতর। আগে চেম্বার ভাগাভাগি করতে হতো, প্রান্তও শেয়ার করতে হতো। এখন বিচার বিভাগ অনেক দূর এগিয়েছে।