আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এই মুহুর্তে প্রচার-প্রচারণা নিয়ে রীতিমতো ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তবে এর পাশপাশি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ ও কটুক্তি করতেও ছাড়ছেন না তারা। আর এরই ধারাবাহিকতায় এবার কুসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলিকে সাবধান হতে বলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
শনিবার (১১ জুন) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাক্কুর স্ত্রীকে উদ্দেশ্য করে কায়সার বলেন, আমি বলব, ভাবীরা মায়ের জাতি, আমি মায়ের জাতি নিয়ে কথা বলতে চাই না।
এ সময় তিনি আরও বলেন, ভাবীকে বলব, বাংলাদেশের সংবিধান একটু পড়ুন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হতে হলে কার কি যোগ্যতা প্রয়োজন, তা স্পষ্ট লেখা আছে। আমার মনে হয় এগুলো পড়ে একটু শান্ত হওয়াই ভালো।
মার্কিন প্রেসিডেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স পাঁচ বছরের কম। এত অল্প সময়ে রাজনীতি করে যদি তিনি প্রেসিডেন্ট হতে পারেন, আমি দীর্ঘ ২৫ বছর কুমিল্লায় রাজনীতি করছি, আমি নেতা বানাই।
দায়িত্ব নিয়ে রাজনীতি করি। আমার যোগ্যতার কি হয়েছে তা আপনাকে বলতে হবে না। আমি ইন্টারমিডিয়েট থেকে একজন ছাত্রনেতা, এটা কুমিল্লার জনগণ ও বিএনপি সমর্থকরা সিদ্ধান্ত নেবে বলে জানান কায়সার।
এদিকে এর আগে গতকাল শুক্রবার কুসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে মেয়র হওয়ার বয়স হয়নি বলে মন্তব্য করেন সাক্কুর স্ত্রী আফরোজা। আর এরই আলোকে এবার আফরোজার বক্তব্যের প্রতিবাদে তাকে সাবধান হওয়ার আহ্বান জানালেন কায়সার।