ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসানের কারণে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেননি তারা। অবশেষে সোমবার অধিনায়ক সাকিবের সঙ্গে দেখা করতে সক্ষম হয় এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি। শুধু সাকিব নয়, তামিমের সঙ্গেও দেখা হয়েছিল তাদের। সিলেটে তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনায়েত হোসেন সিরাজ।
সোমবার বিকেলে সাকিব-তামিমকে নিয়ে পৃথক বৈঠক করেছে তিন সদস্যের কমিটি। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। বৈঠক শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে বলেন, আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। এই মুহুর্তে এটি কার্যকর হয়েছে কিনা তা বলতে পারছি না। দুজনের সাথে আলাদা করে বসলাম। আমরা বোর্ডে জমা দেব। শুধু সাকিব-তামিম নন; বাংলাদেশ ক্রিকেটের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের কাছ থেকে পরামর্শও চেয়েছি।
বৈঠক শেষে আবারো ঢাকায় ফিরে যাচ্ছেন কমিটির সদস্যরা, ‘আমরা ক্রিকেট বোর্ডের দেওয়া দায়িত্বের শেষ পর্যায়ে আছি। শিগগিরই ক্রিকেট বোর্ডে জমা দেব। যেহেতু দুজনকেই এখানে (সিলেটে) পেয়েছি, তাই সকালে এসে কথা বলেছি এখন চলে যাচ্ছি।’
২৯ নভেম্বর, বিসিবি ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নের জন্য এই কমিটি গঠনের ঘোষণা দেয়। কমিটিকে কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়নি, তবে সবকিছু গুছিয়ে নেওয়ার পর সাকিব-তামিমের জন্য ১ মাস কেটে গেছে। এখন সাকিব-তামিমের সঙ্গে কী আলোচনা হয়েছে তা বলতে চাননি কমিটির প্রধান, ‘এটা মিডিয়ায় বলার মতো নয়’। কারণ, এটা খুবই গোপনীয় বিষয়। পরে যখন সময় আসবে আপনারা একসাথে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুজনের সঙ্গেই আলাদা করে কথা বলেছি।’
এদিকে সাকিব-তামিমের দ্বন্দ্ব প্রকাশ্যে এলেও এই তদন্ত কমিটি বিষয়টি আমলে নিচ্ছে না, ‘যাকে আপনারা দ্বন্দ্ব বলছেন, আমরা তা আমলে নিচ্ছি না। এটা স্থায়ী নয়। সবকিছুই সমাধানযোগ্য, যদি আপনি এটি সমাধান করতে চান।’