এশিয়া কাপের আগে রহস্যজনক পোস্ট দিয়ে আলোড়ন সৃষ্টি করলেন সাকিব আল হাসান। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, আমি আর খেলব না। আমি বলছি কে খেলবে…’
এশিয়া কাপের দল ঘোষণার রাতেই ভাইরাল হয় সাকিবের পোস্ট। পরে এটা স্পষ্ট হয়ে যায় যে এটা ছিল সম্পূর্ণ বাণিজ্যিক প্রচারণা। সাকিব আজ তার পেজে আরেকটি পোস্ট দিয়েছেন। সেখানে সেলফি দিয়ে পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই মুখ আর দেখাবো না। পোস্টটির হ্যাশট্যাগ দেখে বোঝা যাচ্ছে এটিও একটি বাণিজ্যিক প্রচারণা।
আজ সন্ধ্যায় আরেকটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দেশের মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ -এর হয়ে বিজ্ঞাপন দিয়েছেন সাকিব ও তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পর আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিম দ্বন্দ্ব। বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশের ক্রিকেটে। ঠিক এই ডামাডোলে এসেছে সাকিব-তামিমের এই বিজ্ঞাপন। সেখানে উঠে এসেছে দুজনের ‘সন্ধির’ গল্প। এমন একটি ভিডিও যা দেখে ভক্ত-সমর্থকরা বেশ আবেগপ্রবণ। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আবার করা যাক…’
বিজ্ঞাপনটির সঙ্গে যুক্ত সূত্রে জানা গেছে, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার মাত্র দুদিন আগে ২৪ সেপ্টেম্বর ড্রেসিংরুমের গল্পের শুটিং হয়েছিল। অবশ্য ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল তা সবাই জানেন। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পর পুরো চিত্রটাই এলোমেলো হয়ে গেছে। বড় ঝড় বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে। ভিডিও বার্তায় বিস্ফোরণ ঘটালেন তামিম। আরেক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে খেলার মেজাজে রয়েছেন সবাই। নতুন ঝড় উঠবে না!