জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের চোখের সমস্যা দ্রুত সেরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।
আকরাম খান বিসিবিকে সাকিবের চিকিৎসার জন্য সব ধরনের প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। বোর্ডের প্রভাবশালী এই পরিচালক বলেন, সাকিব আমাদের সেরা খেলোয়াড়। তিনি থাকলে দলের শক্তি অনেক বেড়ে যায়। আমি দোয়া করছি তার সমস্যা যেন সেরে যায়।
গত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বল দেখতে অসুবিধার কারণে ব্যাটিংয়ে সুবিধা করতে পারছেন না তিনি। বিপিএলে ব্যাটিং করছেন না সাকিব। এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেট অঙ্গনের দুশ্চিন্তায় পড়ার কথা।
কৈশোর পেরিয়েই যে শুরু হলো, এখনো চলছে জাতীয় দলে সাকিবের সার্ভিস। এত দীর্ঘ ক্যারিয়ারে এমন চোট বা অসুস্থতা স্বাভাবিক, মনে করেন আকরাম। তবে সাবেক এই ক্রিকেটারের আশা, সাকিব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
আকরাম বলেন, স্বাভাবিকভাবেই এত লম্বা ক্যারিয়ারে সমস্যা থাকবেই। ইনশাআল্লাহ এখান থেকে বেরিয়ে আসতে পারবে। তার যে চিকিৎসা দরকার, আমরা সর্বোত্তম চিকিৎসা দেব, ইনশাআল্লাহ। দ্রুত আরোগ্য কামনা করছি।