বিএনপির বাণিজ্য সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ রাত ৮টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে হাজির হয়েছেন তার পরিবারের সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এদিকে যুবদল নেতা ওমর ফারুক মুন্না সংবাদ মাধ্যমকে বলেন, হাসপাতালে সালাহউদ্দিন আহমেদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে অক্সিজেন দিয়ে পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট রাজধানী থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ১৯ আগস্ট তার ছেলে ঢাকা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকেও গ্রেফতার করে।