প্রতারণার অভিযোগে গত শুক্রবার (০১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার হন ই-কমার্স প্রতিষ্ঠান রিং-আইডির পরিচালক সাইফুল ইসলাম। রিমাণ্ড শেষে আদালতের দেয়া নির্দেশে কারাগারে রয়েছেন তিনি।
তবে এদিকে এবার তার নিঃশর্তে মুক্তি চেয়ে আজ সোমবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন গ্রাহকরা।
এ সময়ে তিনি কোনো প্রতারক নয় বলে মন্তব্য করে গ্রাহক বলেন, রিং আইডি অন্য ই-কমার্স প্রতিষ্ঠানের মতো গ্রাহকদের সাথে প্রতারণা করেনি। তারা ধারাবাহিকভাবে গ্রাহকদের মুনাফা দিয়ে গেছেন বলে দাবি করেন গ্রাহকরা।
তারা বলেন, অন্য ই-কমার্সের মতো রিং আইডি পণ্য দেয়ার কথা বলে প্রতারণা করনি; বরং তারা গ্রাহকদের স্বাবলম্বী করেছে। তাই অবিলম্বে প্রতিষ্ঠানটির পরিচালককে মুক্তি দিয়ে রিং আইডি ই-কমার্স প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দেয়ার দাবি করেন গ্রাহকরা।
তবে ইতিমধ্যে দেশের প্রায় ১২ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পেয়েছে প্রশাসন। আর এরই জের ধরে অভিযান অব্যহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে এ ধরণের প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য ক্রয়ের আগে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।