ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের মানুষ বিপর্যস্ত। পানি বন্দি হয়ে পড়েছে ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ। অসহায় হয়ে পড়েছে মানুষ জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে দেশের মানুষ। এবার বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন।
স্মরণকালের বন্যায় ভাসছে সিলেট। বন্যায় প্রায় ৪০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। এমতাবস্থায় শুষ্ক ও উঁচু জায়গা যেখানেই আছে সেখানেই আশ্রয় নিচ্ছে মানুষ। একের পর এক বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ইউটিউবার এই বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা মানুষের কাছে যাচ্ছে। তাদের সাহায্য করছে। তাদের কথা শুনছেন, সাহস যোগাচ্ছেন।
বন্যা দুর্গতদের সহযোগিতায় টাকা ও খাবার নিয়ে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সোমবার (২০ জুন) তিনি সুনামগঞ্জের একটি স্কুল আশ্রয়কেন্দ্রে আটকে পড়া সব পরিবারের দায়িত্ব নেন। “এসময় তিনি বলেন, ‘আমি আপনাদের সহযোগিতা করতে এখানে এসেছি। প্রথমে শুকনো খাবার নিয়ে এলাম। কিন্তু একজন বলল, ভাই, ভাত না খেলে পেট ভরে না। শুধু ভাতের ব্যবস্থা করে দিয়ে যান। ‘
তিনি বলেন, “আমি শুকনো খাবারের ৫০০ প্যাকেট এনেছি এবং আমি আরও এক সপ্তাহের খাবারের জন্য এক লাখ টাকা দিচ্ছি। এটাই শেষ না, যদি আরও লাগে দিব, যা লাগে দিব, কথা দিলাম আপনাদের এখানে যেহেতু একবার পা রেখেছি এ অঞ্চলের মানুষকে না খাইয়ে রাখব না।’
ব্যারিস্টার সুমন বলেন, “মনে রাখবেন, কখন বিপদ আসবে কেউ বলতে পারে না। আজকে আপনাদের ওপর দিয়ে বিপদ গেছে, কাল অন্য কেউ পানিবন্দি থাকলে আপনারা ছুটে যাবেন।
তিনি আরও বলেন, “আল্লাহ বেশি দিন পরীক্ষা নেন না। মানুষ মনুষ্যত্বের টানে ছুটে যায়। আমিও এসেছি। আমিও এসেছি। যদি আবার লাগে ডাকবেন, সাইজে আমি ৫ ফুট ৮ ইঞ্চি হতে পারি। কিন্তু কলিজাটা আমার পুরো শরীরের চেয়ে বড়। .’
তরুণদের উদ্দেশে ব্যারিস্টার সুমন বলেন, “আমি তরুণদের বারবার বলছি, তোমরা অবশ্যই পড়ালেখা করবেন।পড়াশোনা করে জজ, ব্যারিস্টার হয়ে নিজের এলাকার মানুষের পাশে দাঁড়াবেন।’
প্রসঙ্গত, বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান ব্যারিস্টার সুমন। তিনি বলেন, এই দুর্যোগের সময় মানুষের পাশে দাড়ানো উচিত।