সম্প্রতি কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণ গোপাল দত্ত আলোচনায় উঠে এসেছেন। তার একটি ভিডিও সামাজিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনার পর তার সমর্থকরা বিষয়টিকে ভিন্ন দিকে নিতে সম্পাদনা করা হয়েছে বলে দাবি করেছেন। ওই ভিডিওতে কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছিল সেটা দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে ছিঁড়ে ফেলার কথা রয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি চান্দিনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে বিকালের দিকে সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত উপজেলা সদরে সাবেক পৌর মেয়র মফিজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ে যান। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের এক নেতা ডা. প্রাণ গোপালের উদ্দেশে বলেন, আপনি মেয়র সাহেবকে (মফিজুল ইসলাম) ওপেন করতে পারেন না? জবাবে এমপি বলেন, এখানে ওপেন ক্লোজ বড় কথা নয়, বড় কথা হলো- আমি বলতে পারি আমার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, বরং আরও অনেক উপকার করে ফেলেছি।
দুদকে সাবেক মেয়রের এডিবির অভিযোগের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, এডিবির কাজের বিষয়ে তদন্ত গিয়েছিল, বহু লোকে লিখছে, তোমার (মফিজ) ঘরের লোক লিখছে, সেই জিনিসপত্র (অভিযোগ) ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে দুনীতি দমন কমিশন থেকে।
প্রাণ গোপালের বিষয়ে কথা হলে ওই কার্যালয়ে পৌর আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদকের অভিযোগের তদন্তের আগে তিনি অসাবধানতাবশত ছিড়ে ফেলা কথাটি বলে থাকতে পারেন।
মেয়র মফিজুল ইসলাম বলেন, দাদা (এমপি) যখন কথা বলেন তখন অনেকেই ভিডিও করেন, আমরা তো বাধা দিতে পারিনি। রাজনৈতিক বিরোধে কিছু লোক দুদকের কাছে অভিযোগ করে, দাদা (এমপি) আমাকে এ বিষয়ে সহযোগিতার কথা বলেছেন, এ কথাই পরে অনেকেই নেটে ছড়িয়ে দেন।
উপজেলা বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম ভূঁইয়া বলেন, যে ভিডিওটি ছড়িয়েছে তা তিনি দেখেছেন, হয়তো দলের প্রতিপক্ষরা তা ছড়িয়ে দিয়েছে; যা দলের জন্য ক্ষতিকর।
গতকাল সোমবার অর্থাৎ ৯ ডিসেম্বর সংসদ সদস্য প্রাণ গোপাল দত্তকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, সেটি সুন্দর করে এডিট করা হয়েছে এবং আমার এই বক্তব্যকে বিকৃত করে আমাকে রাজনৈতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।