ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমী। তবে পর্দায় ‘মৌসুমী’ নামেই বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সাবলীল অভিনয়ের মধ্যেদিয়ে কোটি কোটি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অনেকেই। তবে বিগত বেশকিছু দিন ধরেই ক্যামেরার বাইরে রয়েছেন সবার প্রিয় এই অভিনেত্রী।
তবে চলতি মাসের ১১ তারিখ একই দিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত দুটি সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’। দুটি সিনেমা মুক্তির দুই দিন আগে তিনি বলেন, নতুন সিনেমা নিয়ে আমি খুবই আশাবাদী।
মৌসুমী বলেন, ‘ভাঙ্গন’ চরিত্রটি গ্রামবাংলার প্রতিটি ঘরে ঘরে দেখা যায়। সেই চরিত্রটা আমার। এটি মানুষের জীবনযাপনের পদ্ধতি নিয়ে একটি চলচ্চিত্র হবে। রেলস্টেশন, রাস্তার আশেপাশে মানুষকে সুন্দরভাবে বসবাস করতে দেওয়ার গল্প আছে। আশা করি দর্শকরা গিয়ে ছবিটি দেখবেন।
মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসায় সংবাদ সম্মেলনে জনপ্রিয় এই অভিনেত্রী এ কথা জানান।
বলেন, ‘আমাদের শিল্পীরা যারা ইন্ডাস্ট্রিতে নতুন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে খুব ভালো কাজ করছেন। তারা খুবই প্রতিভাবান। আপনার (সাংবাদিক) দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, তাহলে তারা আরও ভালো কাজ করতে পারবে। আপনি যদি কেবল তাদের মধ্যে কেলেঙ্কারীগুলি সন্ধান করেন তবে তারা এগোতে পারবে না। তাদের অনেক উৎসাহিত করতে হবে।
মৌসুমী বলেন, আমরা কি ভুল করিনি? আমরাও অনেক ভুল করেছি। সেগুলো সুদরে নিয়ে, সুন্দরভাবে উপস্থাপন এবং কাউন্সেলিং-এর মাধ্যমে আমাদের পায়ে দাঁড় করানো- এসব কাজ সাংবাদিক ভাইয়েরা করেছেন। কিন্তু আপনারা এখন সেটা করেন না। আপনার যা ইচ্ছে তা নিউজ, ভিডিও থামনেইল করে উপস্থাপন করেন। তাতে আমাদের ছেলে মেয়েদের ভালো হওয়ার রাস্তা নেই।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রয়াত অভিনেতা সালমান শাহের বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্যেদিয়ে বড় প্রথম পা রেখেই ব্যাপক জনপ্রিয়তা পান মৌসুমী। এরপর ক্যারিয়ারে আর কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।