Tuesday , December 24 2024
Breaking News
Home / Entertainment / সহ্য করতে না পেরে, অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালককে থাপ্পড় উইল স্মিথের (ভিডিও)

সহ্য করতে না পেরে, অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালককে থাপ্পড় উইল স্মিথের (ভিডিও)

স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথীবির সব থেকে মধুর সম্পর্ক। একে অপরের প্রতি থাকে অপরিসীম প্রেম ও ভালোবাসা। স্বামী তার স্ত্রীকে আগলে রাখে সব ধরণের প্রতিকূল পরিবেশ থেকে। কেউ যদি তার স্ত্রীকে বাজে কথা বলে তাহলে কোনো স্বামী সেটা মেনে নিতে পারে না। উইল স্মিথ হলেন হলিউডের জনপ্রিয় একজন অভিনতা। তিনি সম্প্রতি অস্কার দেওয়ার অনুষ্ঠানে গিয়েছেলেন তার স্ত্রীকে নিয়ে। কিন্তু সেখানে গিয়ে ঘটলো এক অনাকাঙ্খিত ঘটনা আর এরকম ঘটনা অস্কারে ঘটেনি এর আগে।

অস্কারের মঞ্চে তুলকালাম কাণ্ড ঘটেছে! ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেওয়ার মঞ্চ কাঁপিয়ে দিল সপাটে একটি চড়! পুরস্কারের মঞ্চে সঞ্চালকের সঙ্গে অভিনেতার ঝামেলা এমনিতেই বিরল ঘটনা। অথচ গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে! আর সেটা ঘটিয়েছেন অভিনেতা উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা করায় বেজায় চটে গিয়ে সোজাসুজি সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে ( Chris Rock ) চড় মে/রেছেন তিনি।

জানা গেছে, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঞ্চালক ক্রিস রক নানা ধরনের রসিকতা করছিলেন। তার মধ্যেই একটি রসিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন স্মিথের ( Smith ) স্ত্রী জাডা পিঙ্কেট। ক্রিস বলেন, জি আই ( G.. ) জেন-এর সিক্যুয়ালের অপেক্ষায় আছি আমি। এতে বেজায় চটে যান স্মিথ। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে যান মঞ্চে। এর পর চড় মা/’রেন ক্রিসকে!

তার পরেও রাগ কমেনি। নিজের আসনে ফিরে গিয়ে চিৎকার করে স্মিথ বলেন, আপনার (নোংরা) কথা থেকে আমার স্ত্রীকে দূরে রাখুন। ২০১৬ সালেও ( Also ) সঞ্চালনার সময়ে পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এবারও বোঝাতে যান, রসিকতাই করছিলেন তিনি। তার পরেও চিৎকার করে তাঁকে একই কথাই বলেন স্মিথ।

অনুষ্ঠানে এমন অভূতপূর্ব বিঘ্নের পর ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন স্মিথ। সে ঘোষণাও করেছেন সঞ্চালক ক্রিস রক। পরে অবশ্য মেজাজ হারিয়ে এ ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ।

স্মিথ ঠিক কী কারণে এত চটে গেলেন? অনেকের কাছেই এটি বড় প্রশ্ন। আসলে ১৯৯৭ সালের চলচ্চিত্র ‘জি আই ( G.. ) জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। স্মিথের ( Smith ) স্ত্রী জাডার ( Jadar ) মাথাতেও চুল কম থাকায় সম্ভবত রসিকতা করে তাঁকে ‘জি আই ( G.. ) জেন ২’-এর নায়িকা হিসেবে ইঙ্গিত করেন ক্রিস।

বাস্তবে অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রা”ন্ত উইল স্মিথের ( Smith ) স্ত্রী। এই রোগের শি”কার হলে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা করাটা মোটেও পছন্দ হয়নি স্মিথের ( Smith )। সে কারণে মেজাজ হারিয়ে উপস্থাপককে চড় মে/রেছেন উইল স্মিথ।

প্রসংগত, কাউকে নিয়ে এমন কোনো মন্তব্য করা উচিত না যাতে সে বিব্রত বা অপমান বোধ করে। কাহারো প্রতি কটু মন্তব্য সৃষ্টি করতে পারে বড় কোনো সমস্যার। তাই কথা বলার আগে আমাদের ভেবে চিন্তে কথা বলা উচিত। অষ্কারে যে ঘটনাটি ঘটল সেইটা আসলে কারো কাম্য ছিলো না। সঞ্চালক বুঝতে পারেনি যে স্মিথ এতটা ক্ষুদ্ধ হয়ে উঠবে। কথা বার্তায় সাবধানী না হলে এমনটা হতে পারে স্বাভাবিক।

About bisso Jit

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *