গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি নুরুল হক নুরু।
উক্ত অনুষ্ঠানে ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে হুঁশিয়ারি দিয়ে গণ অধিকার পরিষদের বর্তমান সদস্যসচিব বলেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না।’ এই কর্মসূচিতে নুর আরও বলেন, ‘দেশের রাজনীতি থেকে প্রশাসন—সব জায়গায় তারা দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সারা দেশে তারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, যাতে মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে আমরা বলে দিতে চাই, তোমরা যেভাবে আমাদের ভাইদের রক্তাক্ত করছ, বোনদের লাঞ্ছিত করছ; সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার পরিণতি তোমাদের জন্য ভালো হবে না।’
নুর ফেসবুকে লিখেছেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের বলবো; এক মাঘে শীত যায় না। একটা সুষ্ঠু নির্বাচন হলে কি হবে আশা করি সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারতেছেন। কাজেই, সংঘাত, সহিংসতা পরিহার করে শান্তির রাজনীতি করুন, ভিন্নমত ও বিরোধীদের প্রতি সহনশীল ও সহিষ্ণু আচরণ করুন। আপনাদের জন্যও ভালো হবে। অন্যথায় পালাবদল হলে আপনাদেরও কিন্তু একই পরিণতি ভোগ করতে হতে পারে। কাজেই সময় থাকতে সতর্ক হন, শুভবুদ্ধির উদয় হোক।’
বক্তব্য প্রদানের এককালে আগামী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে তৈরিকৃত সার্চ কমিটির সমালোচনা করে তাদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন নুরু। পাশাপাশি সদ্য অব্যাহিত পাওয়া দুদক কর্মকর্তা শরীফ উদ্দীনের প্রসঙ্গে সরকারকে দুবৃত্তদের পৃষ্ঠপোষকতাকারী হিসেবেও দাবী করেছেন৷