Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / ‘সরকার যে কতভাবে মতপ্রকাশের অধিকার রুদ্ধ করে রেখেছে তার শেষ‌ নাই’,মাহবুব মোর্শেদের অসহায়ত্ব প্রকাশ

‘সরকার যে কতভাবে মতপ্রকাশের অধিকার রুদ্ধ করে রেখেছে তার শেষ‌ নাই’,মাহবুব মোর্শেদের অসহায়ত্ব প্রকাশ

বাংলাদেশে প্রতিবছর ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হয়ে থাকে একুশে বই মেলা। আর এই বই মেলাকে ঘিরে হয়ে থাকে নানা ধরনের আলোচনা।সম্প্রতি এ নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে একটি লেখনী লিখেছেন মাহবুব মোর্শেদ। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

সরকার যে কতভাবে মতপ্রকাশের অধিকার রুদ্ধ করে রেখেছে তার শেষ‌ নাই।

যে প্রকাশনীগুলো ভিন্নমতাবলম্বী লেখকদের বই প্রকাশ করে একুশে বইমেলায় তাদের স্টল না দেওয়ার আয়োজন প্রতিবছর চলে।

বাংলা একাডেমির অযোগ্য অথর্ব প্রশাসন সরকারের এই ইচ্ছা বাস্তবায়ন করে চলে।

এর আগেও শামসুজ্জামান খানের আমলে আদর্শকে স্টল না দেওয়ার আয়োজন করা হয়েছিল। তাদের যুক্তি হলো, তারা ভিন্নমতের লেখকদের বই প্রকাশ করে।

মুহাম্মদ নুরুল হুদাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে তিনিও এবার আদর্শের স্টল বন্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন।

বাংলা একাডেমি বলছে, জিয়া হাশান, ফয়েজ আহমদ তৈয়ব এবং ফাহাম আবদুস সালামের মতো লেখকদের বই প্রকাশ করায় আদর্শকে স্টল দেওয়া হবে না।

আমার মনে হয়, বাংলা একাডেমির এই বাটপারদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া দরকার।

প্রসঙ্গত, এ দিকে তার এই লেখনী এখন বেশি আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে অনেকেই নানা ধরনের ইতিবাচক মন্তব্য করছেন।

About Rasel Khalifa

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *