সরকারের পতন না হলে দেশ ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। রোববার (৫ অক্টোবর) বিকেলে পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সরকারের পদত্যাগ ও এক দফা সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ গতকাল রোববার বিকেলে পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আল-এর সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নূর।
হরতালের আগেও ডিমের দাম ৫২ টাকা ও পেঁয়াজের দাম ১২০ টাকা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পতন না হলে জিনিসপত্রের দাম বাড়বে এবং দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই আমি জনগণের কাছে আবেদন রাখবো, রাস্তায় নামুন, রাজপথে নামুন এবং সরকারের পতন ঘটান। এ আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলন মানুষের ভোট-ভাত ও খেয়ে পরে বেঁচে থাকার আন্দোলন। সরকারের পতন না হলে দেশ একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে। ’
নূর বলেন, “গত ৫২ বছরে এমন স্বতঃস্ফূর্ত হরতাল-অবরোধ এদেশে পালিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অবরোধ পালন করছে।’
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ হরতালের নামে দোকানপাট ভাংচুর করে, আগুন লাগিয়ে, বারু”দ দিয়ে মানুষ হ”ত্যা করে। কিন্তু আমরা সেই সহিংস আন্দোলন করছি না, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি। সরকার প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। ‘
তিনি বলেন, ‘এই হৃদয়হীন অমানবিক সরকার যুক্তি না দিয়ে বিরোধী দলকে গালি দিচ্ছে, হিংসাত্মক কথা বলছে।’