এশিয়ার অন্যতম জনপ্রিয় একটি দেশ পাকিস্তান। আর এই পাকিস্তানের বর্তমান অবস্থা বেশ নাজুক। বিশেষ করে দেশটির অর্থনৈতিক অবস্থা এখন বেশ নাজুক। একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে দেশটির অর্থনৈতিক অবস্থা। আর এই কারনে তারা ঋণ নিতেও শুরু করেছে বিদেশী সংস্থার কাছ থেকে। এ দিকে এমন অবস্থায় দেশটিতে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করলো দেশটির এক মন্ত্রী। পাকিস্তানের এক রাজনৈতিক নেতা সরকারি খরচ কমাতে মন্ত্রী হিসেবে পাওয়া একটি বিলাসবহুল গাড়ি ফেরত দিয়েছেন।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল শনিবার দেশের মন্ত্রিপরিষদ সচিবকে দেওয়া এক চিঠিতে এই গাড়ি ফেরত দেওয়ার কথা জানান।
ইজাজ আহমেদ দারকে লেখা এক চিঠিতে মন্ত্রী আহসান বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষিত খরচ কমানোর নীতি বাস্তবায়নের জন্য তিনি বিলাসবহুল গাড়িটি সরকারকে ফিরিয়ে দিয়েছেন।
তিনি লিখেছেন, অর্থনৈতিক মন্দায় জর্জরিত পাকিস্তান এখন নানা ধরনের সংকটের সম্মুখীন। মন্ত্রী তার চিঠিতে বলেছেন, সংসদ সদস্য হিসেবে তাকে ৪,৫০০ সিসির টয়োটা ল্যান্ড ক্রুজার দেওয়া হয়েছিল।
পাকিস্তানের বর্তমান সংকটে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে বিলাসবহুল গাড়ি ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব।
পাকিস্তান দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশতম প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শাসনামলে ব্যাপক দুর্নীতির পর এদেশের অর্থনীতি আর টিকতে পারেনি।
নওয়াজের কাছ থেকে বিপুল বৈদেশিক ঋণের বোঝা বহন করে ক্ষমতায় আসেন শাহিদ খাকান আব্বাসি। তিনিও সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন।
ইমরান খান তার পূর্বসূরিদের রেখে যাওয়া বিশাল ঋণ নিয়ে পাকিস্তানে আসেন। সৌদি আরব ও চীনের সহায়তায় পাকিস্তানকে একরকম টেনে নিয়ে যাচ্ছিলেন ইমরান। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি মীমাংসা করতে পারেননি।
ইমরানের পর ক্ষমতায় রয়েছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। অর্থমন্ত্রী ইসহাক দার সরকারের নেতৃত্বে তিনি জোর দিয়ে বলেছেন যে ‘পাকিস্তান খেলাপি হবে না’, কিন্তু বর্তমান প্রেক্ষাপট তার দাবিকে সমর্থন করে না।
ডন লিখেছে, পাকিস্তানের ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত হ্রাস পাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, বর্তমান অর্থনীতির সব ক্ষেত্রেই পাকিস্তান খেলাপির (দেউলিয়াত্ব) খুব কাছাকাছি।
প্রসঙ্গত, এ দিকে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এর এই ঘটনা এখন সারা ফেলে দিয়েছে সবখানে। সকলেই তার এমন বিষয় নিয়ে করছেন বেশ প্রশংসা। সকলে বলছেন তার মত নেতা থাকলে দেশের উন্নতি হতো আরো অনেক আগেই।