Friday , November 22 2024
Breaking News
Home / Countrywide / সরকারি চাকরিতে নিয়োগ স্ত্রীর, অফিস সামলাচ্ছেন স্বামী

সরকারি চাকরিতে নিয়োগ স্ত্রীর, অফিস সামলাচ্ছেন স্বামী

সরকারি কর্মকর্তাদের মধ্যে দূর্নীতির বিষয়টি নতুন কোনো বিষয় নয়, মাঝে মাঝেই সংবাদ মাধ্যমে এই ধরনের খবর দেখতে পাওয়া যায়। একজনের পরিবর্তে অন্যজন সরকারী কর্মস্থলে কাজ করছেন কিংবা নাম বদলিয়ে অন্য একজন নিয়োগ পেয়েছেন এমন সংবাদও বিভিন্ন গনমাধ্যমে উঠে এসেছে। সরকারি কার্যালয়ে এই ধরনের দূর্নীতি ছাড়াও অনেক ধরনের দূর্নীতি ঘটছে যার সবগুলো গনমাধ্যমে উঠে আসে না। এবার পটুয়াখালী জেলায় তেমনই একটি ঘটনা ঘটেছে। ঐ জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন গাজীপুরা শাখা পোস্ট অফিসে নিয়োগ পাওয়া এক কর্মচারীর বদলে অফিস কার্যক্রম পরিচালনা করছেন অন্য আরেক জন।

সরকারের নির্ধারিত ওই শাখার পোস্টমাস্টার মোসা. শাকিলা শিরিন ঘর সামলাচ্ছেন এবং ওই সময়টায় তাঁর পরিবর্তে অফিস করেন স্বামী মো. আবু সুফিয়ান বাদল। তিনি রাতেও থাকেন ওই পোস্ট অফিসেই। পোস্টমাস্টার তাঁর স্বামীকে অবৈধভাবে দায়িত্ব দিয়ে নিজে বাড়িতে সংসার সামলাচ্ছেন। সরেজমিনে গিয়ে এই ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসটি বন্ধ রয়েছে। পোস্ট অফিসের বাইরে ঘোরাফেরা করছেন অফিসের পিয়ন মো. বাবুল হোসেন।

পিয়ন বাবুলের কাছে জানতে চাইলে তিনি দেশের একটি গনমাধ্যমকে বলেন, পোস্টমাস্টার স্যার আসবেন এই অপেক্ষায় বসে আছি। অফিসের চাবি পোস্টমাস্টারের স্বামী মো. আবু সুফিয়ান বাদলের কাছে। তিনি আসলে অফিস খোলা হবে। আমি এখানে প্রায় ১৭ বছর চাকরি করছি। এ অফিসের কোনো চাবি আমার কাছে নেই।’

ডাকঘর থেকে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, অফিস যথা সময়ে খোলার জন্য চাবি অফিসের পিয়নের কাছে থাকার কথা। কিন্তু এই পোস্টমাস্টার এখানে যোগদানের পর থেকেই নিজে না এসে তার স্বামীকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। এই অফিসের এবং অফিসের কাজকর্ম করেন নিজেই। সরকারি অফিস এখন তাঁর নিজের মতো করে পরিচালনা করছেন।

এদিকে, উপজেলার পোস্ট অফিস সংলগ্ন গাজীপুরা মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের রড উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উদ্ধার করা ওই রড চু’রির পেছনে আছেন আবু সুফিয়ান বাদল, এমনই অভিযোগ রয়েছে। কারণ ওই পোস্ট অফিসেরই একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় রডগুলো। বিদ্যালয় ভবন নির্মাণে ঠিকাদার রডগুলো চিহ্নিত করে ১৯ খণ্ড রড নিয়ে যান এবং পোস্টমাস্টারের স্বামী আবু সুফিয়ান বাদলকে থানা পুলিশ আটক করে নিয়ে যায়। বাকি রড পোস্ট অফিসের মধ্যে রয়েছে।

সেবা নিতে আসা কামাল হোসেন খান বলেন, ‘আবু সুফিয়ান বাদল পোস্ট অফিসে থাকার ফলে নানা অপকর্ম করে থাকেন।’ ভবন নির্মাণে নিয়োজিত সাব-ঠিকাদার মো. ইব্রাহীম বলেন, ‘গাজীপুরা বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য সাইড থেকে বিভিন্ন সময়ে রড চুরি হয়। এ ঘটনায় সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে মির্জাগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তারা এসে গাজীপুরা শাখার পোস্ট অফিসের একটি কক্ষ থেকে চোরাই রড উদ্ধার করে এবং পোস্টমাস্টারের স্বামী আবু সুফিয়ান বাদলকে আটক করে থানায় নিয়ে যায়।

গাজীপুরা শাখার পোস্টমাস্টার মোসা. শাকিলা শিরিন মুঠোফোনে ঐ গনমাধ্যমকে বলেন, ‘মাঝে মধ্যে অফিসে যেতে দেরি হলে আগে ভাগে চাবি নিয়ে আমার স্বামীকে পাঠাই। চুরি অভিযোগের বিষয় আমার জানা নেই।’

মির্জাগঞ্জ উপজেলা পোস্টমাস্টার শংকর চন্দ্র বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

মো. আবু সালেহ মোহাম্মদ মুসা যিনি বরগুনা পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন, সরকারি অফিস খোলার একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মাঝেই অফিস খুলতে হবে। পোস্ট অফিসে সরকারের নিয়োগ করা লোক থাকবে তার বাইরে কেউ থাকতে পারবে না। তাছাড়া সরকারি সম্পদ অর্থাৎ সরকারি কাজের আসবাপত্র ছাড়া কারো কোনো ধরনের খাট বা আসবাবপত্র থাকতে পারবে না। তবে ঐ পোস্ট অফিসে যদি এই ধরনের কোনো অনিয়ম হয়ে থাকে সেটা খতিয়ে দেখার পর সে বিষয়ে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।’

About

Check Also

থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো কট ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *