দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের ছুটি ঘোষণার ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের স্বাক্ষর দেখিয়ে এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। .
এ বিষয়ে উপসচিব সোনিয়া হাসান গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা সত্য নয়।
ভুয়া প্রজ্ঞাপনে বিভ্রান্ত না হয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আরও বলা হয়, ৫ থেকে ৮ জানুয়ারি নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটির যে ঘোষণা ফেসবুকে প্রচারিত হচ্ছে তা ভুয়া। এতে করে কেউ বিভ্রান্ত হবেন না।
গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের দাবি অনুযায়ী আগামী ৭ জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার। এবং বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থা এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী। আবেদন ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে সাধারণ নির্বাচনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ২৪ ডিসেম্বর ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লিখিত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় আগামী ৭ জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।