সাম্প্রতিক সময়ে একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ সরকারের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। কারণ হিসেবে জানা গেছে, তিনি তার বাড়িতে গ্যাস সংযোগ পাচ্ছেন না। যার প্রতিবাদ হিসেবে তিনি তার স্বাধীনতা ও একুশে পদক বিক্রি করার হুমকি দিয়েছেন। শুধু হুমকি নয়, সেই সাথে গ্যাস সংযোগ পাওয়ার জন্য সরকারকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক ফে”সবুক পোস্টে নির্মলেন্দু গুণ স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক। তাদের জন্যও রেল ও বিমানের টিকিট সংরক্ষিত থাকলে ভালো হয়। রাজ্যের সর্বোচ্চ পুরস্কার প্রাপ্তদের এমন সামান্য বাড়তি সুবিধা তো দেওয়া যেতেই পারে।
ওই স্ট্যাটাসে তিনি বলেন, ২০১৬ সালে ঢাকার কামরাঙ্গীরচরে ত্রিতল (তিনতলা) বাড়ি তৈরি করেন। বিদ্যুৎ সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) বারবার চেষ্টা করেও গ্যাস সংযোগ পাইনি। ফলে আমাকে খোলা বাজার থেকে চড়া দামে তরল গ্যাস কিনতে হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমি আমার পুরস্কারের সঙ্গে পাওয়া দুটি স্বর্ণপদক বিক্রি করার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেওয়া হলো।
এদিকে ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে নির্মলেন্দু গুন লিখেছেন, আমি গরীব নই যে সত্যি সত্যি সোনার পদক বিক্রি করতে হবে। বিষয়টা সম্মানের। তাই সরকারকে একটু থ্রেট করলাম। এর মাধ্যমে আপনাদের মতামতও জানা গেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মালেন্দু গুন স্ট্যাটাসটি দেয়ার পর নেটিজেনদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তারা তাদের নিজের মতো করে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে ইতিবাচক মন্তব্য করলেও বেশ কিছু নেতিবাচক মন্তব্য জমা পড়েছে। সেইসাথে অনেক নেটিজেনরা তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আবার তার কোনো কোনো অনুসারীরা তার এই ধরনের সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।