গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাতে কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নিয়ে রীতিমতো বেশ বিপাকে পড়েছেন বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা। জানা গেছে, সমাবেশের কোনো এক সময়ে তার ব্যবহারিত মুঠো ফোনটি চুরি হয়ে যায়। শুধু মাত্র মুঠোফোন ছাড়া তার ব্যাগ থেকে আর কিছুই চুরি হয়নি। আর এরই ধারাবাহিকতায় এ ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলেও মনে করছেন কেউ কেউ।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ঘটনাটি জানার পর হ্যান্ড মাইকে সবাইকে জানিয়েছি। যে কেউ মোবাইল ফোন ফেরত দিলে তাকে পুরস্কৃত করা হবে।
এদিকে শনিবার ভোর হওয়ার আগেই মিছিল নিয়ে কুমিল্লার টাউন হল প্রাঙ্গণে আসতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তারা টুকরো টুকরো মিছিলে সমাবেশে আসছেন।
লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার (২৬ নভেম্বর) সকালে নতুন কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারেনি। উপস্থিত নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীরা কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন।
এইদিন বেলা ২ টার দিকে কুমিল্লায় আয়োজিত বিএনপির এই সমাবেশে যোগ দেন মির্জা ফখরুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। রুমিন ফারহানার মুঠোফোন চুরি হওয়ার ঘটনায় তারাও চিন্তিত বলে জানা গেছে।