বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেল কিছুদিন আগে। আর এই নির্বাচনের ফলাফল সবাই জানেন। এদিকে নির্বাচনে ভারতের হাত রয়েছে বলে ধারনা করছেন অনেকে, যার মধ্যে একজন হলেন সমালোচক পিনাকী ভট্টাচার্য। তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় পন্য বয়কটের আহবান জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। তার সেই পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
আমার ভারতীয়দের সাথে কস্মিনকালেও কোন ব্যাবসা ছিলোনা। থাকলে ভালো হতো, এখন বন্ধ করে একটা এক্সাম্পল সেট করতে পারতাম।
আমি তো সবসময় বলি, আমার ট্যাক্স ফাইল তো হাসিনার কাছেই আছে। আমার ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য হাসিনা চাইলে মুহুর্তের মধ্যে বের করে ফেলতে পারে। আমার ট্যাক্স ফাইল আর আমার ব্যাংক একাউন্টের তথ্য উন্মুক্ত করে দেয়ার আহবান জানিয়েছিলাম হাসিনাকে। আমার কোন আপত্তি থাকবে না। সেখানেই দেখাক আমার সাথে কোন ভারতীয় কোম্পানীর ব্যবসা বা ট্রাঞ্জেকশন ছিলো কিনা।
তবে নিঝুম মজুমদারের হবে। আওয়ামী লীগে আমি তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। উদ্দেশ্য সাধনের জন্য তাদের কোন মরাল, এথিক্যাল বা প্রেফেশনাল বাধা থাকেনা। আইনজীবীরা কথা বলার সময় সমঝে কথা বলে। বিদেশে শিক্ষা পাওয়া আইনজীবীরা বেশী সতর্ক থাকে। নিঝুম সফলভাবে সেগুলো উপেক্ষা করতে পেরেছে। অভিনন্দন।
আমি নিঝুমকে তার তথ্যের উৎস আর প্রমাণ দাখিল করার আহবান জানাচ্ছি। প্রমাণ দাখিল করতে না পারলে আমার দুইটা থেরাপির (খেতাব বা সারদা একাডেমির ঘোড়া সংক্রান্ত) কোনটা তার পছন্দ সেটা জানানোর বিনীত অনুরোধ জানাচ্ছি।
এদিকে তিনি ঠিক কী কারণে এমন আহবান জানাচ্ছেন সে বিষয়ে তেমন কোনো কারন জানাননি। তবে তিনি তার ভিডিওতে বিষয়টি ব্যাখ্যা করে থাকতে পারেন।