নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ব্যক্তিগত বিষয়সহ নানা নিয়ে সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যায়। যদিও বিষেশ করে ধর্ম বিষয়ে নানা বিতর্কে জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য হন। তবে তাকে মাঝে মধ্যে দেশের বিষয়ে ব্যাপক মন্তব্য করতে দেখা যায়।সে ঠিক তেমনি তিনি এবার পুরুষ কেন্দ্রীক সমাজ ব্যবস্থার কথা তুলে ধরে কড়া মন্তব্য করলেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশে দেখছি বয়স্ক পুরুষেরা খুব অল্প বয়সী মেয়েদের বিয়ে করছে। ষাটোর্ধ বা সত্তরোর্ধ প্রবীণ লোক বিয়ে করছে কিশোরীকে। এর নাম কি সুন্নত পালন? নবীজির পদাঙ্ক অনুসরণ করে চলা? নাকি পরকালে ভার্জিন হুরদের সঙ্গে যৌন মিলনের টোপ পুরুষেরা এমন গিলেছে যে ইহকালেও সেই লোভ সংবরণ করতে পারছে না?
অসম বয়সের জুটি রাস্তা ঘাটেও জনপ্রিয় হয়ে উঠছে। মনে হয় প্রায় সব পুরুষই বুড়ো বয়সে কচি মেয়ের সোহাগ পাওয়ার স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের বাস্তবায়ন কেউ করেছে দেখলে পুলক জাগে।
অসম বয়সে প্রেম হয় না এ আমি বিশ্বাস করি না। হয়, তবে দুনিয়াটা আজকাল এমন হয়ে উঠেছে যে সত্যিকার প্রেম বলে কিছু আছে বলে আমার মনে হয় না। সব হয়ে উঠেছে লেন দেনের চুক্তি। তুমি আমাকে এই দেবে, আর আমি তোমাকে সেই দেব। প্রেম আর বেহিসেবি নয় কোথাও। সত্যিকার প্রেমে তো হিসেব নিকেষ বলে কিছু থাকে না জানতাম।