কানাডার মন্ট্রিল ও টরন্টোতে ফোবানা সম্মেলনের কনসার্ট শেষে দেশে ফিরেই মাঠে খেলা শুরু করার ঘোষণা দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গায়িকা মমতাজ বেগম।
রোববার দুপুর ১টার দিকে মমতাজ বেগম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান।
মমতাজ বেগম ফেসবুকে লিখেছেন, কানাডার মন্ট্রিল, টরন্টো আয়োজিত ৩৭তম ফোবানা সম্মেলনে অংশ নিয়ে ভারতে ফিরে এসে আল্লাহর রহমতে সুন্দরভাবে সবকিছু শেষ করলাম। যারা আমার কনসার্ট এবং ব্যক্তিগত কাজে আমাকে পাশে থেকে সমর্থন করেছেন এবং যারা দূর থেকেও আমার জন্য দোয়া করেছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার প্রাণের নেতাকর্মী ও প্রিয় এলাকা বাসি আগের মত সবাই রেডি হয়ে যান আগামি কাল থেকে লাগাতার চলবে মাঠের খেলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
ভক্ত-সমর্থকদের মনোবল বাড়াতে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন মমতাজ বেগম বলে জানা গেছে। নেটিজেনরা তার স্ট্যাটাসের চারপাশে প্রার্থনা এবং শুভেচ্ছা জানিয়ে তাদের উচ্ছাস প্রকাশ করেছেন। তবে কেউ কেউ মন্তব্যে নেতিবাচক মন্তব্য করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতে মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিয়ে জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ তোলেন। তবে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এদিকে স্থানীয় একাধিক নেতা মনোনয়ন চাওয়ায় বেশ বিপাকে পড়েছেন মমতাজ বেগম। আওয়ামী লীগের এই সংসদ সদস্য যখন কোনো কর্মসূচি দেন তখন দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি খুবই কম থাকে বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী আলোচনা সভার ডাক দিলে সেখানে নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়।
বিষয়টি নিয়ে ঝামেলায় থাকলেও আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন মমতাজ বেগম। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কনসার্টে অংশ নিচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।