অনেক ছোট থেকেই বিশ্ববিদ্দ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসা ৫৫ বছর বয়সী সেই বেলায়েত শেখ। কিন্তু তার এ স্বপ্ন পূরণে যেন বাধা হয়ে দারিদ্র্যতা। এক পর্যায়ে পড়াশোনা থামিয়ে দিতে বাধ্য হন তিনি। অনেকটা নিজের উপার্জনের টাকা দিয়েই চলতো সংসার।
তবে ছোট বেলায় দেখা তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে জীবনের শেষ বয়সে এসে।
তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত। দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হয়। তিনি মোট ৬৮ নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন।
বেলায়েত এর আগে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
বেলায়েত শেখ বলেন, “বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছিলাম। কিন্তু ভর্তি নিয়ে সংশয় রয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সেশন ফি অনেক বেশি। অনেক টাকা। আমার কাছে এত টাকা নেই। ভর্তি ফি থেকে সেশন ফি পর্যন্ত সুযোগ-সুবিধা দেওয়ার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। এখন তারা অনুমোদন দিলে আমি ভর্তি হব।’
উল্লেখ্য, ১৯৬৮ সালে গাজীপুরে জন্ম গ্রহণ করেন আলোচিত এই বেলায়েত শেখ। পিতা-মাতার ২য় সন্তার তিনি। ছোট থেকেই অনেক পরিশ্রমী ছিলেন তিনি। এমনকি অল্প বয়সেই পরিবারের হাল ধরার কারণে পড়াশোনাও করতে পারেননি তিনি।