সদ্য বিবাহিতা স্ত্রী সানজিদার কান্নায় ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেলের পরিবেশ। সেখানে তিনি বিলাপ করে বুক চেপে বলতে থাকেন, ‘এখনও হাতে মেহেদি লাগাইনি, আমার জামাই কোথায়?’
গত শুক্রবার বিয়ে হয় চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা রায়হান উদ্দিনের। এপ্রিলের দিকে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার কথা ছিল তার। এ জন্য ব্যাপক প্রস্তুতি ছিল রায়হানের। এগুলোর কোনোটিই হয়নি। দুই দিন আগে বিয়ে হওয়া রায়হান লাশ হয়ে বাড়ি ফিরেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিসি পার্ক সংলগ্ন ট্রাঙ্ক রোডে লরির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন রায়হান। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়হান হাটহাজারী এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বায়িং হাউসে কাজ করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।
রায়হানের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও সহপাঠীরা। তার মৃত্যুতে শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।