নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। তবে চতুর্থবারের মতো বিসিবির সভাপতি নির্বাচিত হলেও কারো কাছে ভোট চাননি বলে সংবাদ মাধ্যমের কাছে এমনটা দাবি করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সংবাদিক নানা প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘সত্যি কথা হলো আমি কারও কাছে ভোট চাইনি। আমি কারও কাছে ভোট চাইনি।’
নাজমুল হাসানের পাশে বসে আরেক বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ছোট করে ‘এসএমএসের’ মাধ্যমে ভোট চেয়েছেন শিখিয়ে দিতে চাইলেও তাকে থামিয়ে দিয়ে সত্যিটাই জানান তিনি। তার মতে, ‘আমি পরীক্ষা করতে চেয়েছি, পরিস্থিতি আসলে কী? মানুষ কি মনে করে। ভোটাররা কি মনে করে।’
এদিকে নির্বাচনের মাত্র দুইদিন আগেই গত মঙ্গলবার (৫ অক্টোবর) শ্বশুর হাসেম আলীর মৃত্যুর খবরে রীতিমতো শোকের ছায়া হয়ে পড়েন পাপন। জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ঢাকা রাজধাণীর একটি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারাণ তিনি।