Thursday , November 14 2024
Breaking News
Home / Entertainment / সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ছেলে: কাটেনি শঙ্কা, কুমার বিশ্বজিৎ নিজেই জানালেন ছেলের অবস্থা

সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ছেলে: কাটেনি শঙ্কা, কুমার বিশ্বজিৎ নিজেই জানালেন ছেলের অবস্থা

বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান ও নন্দিত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। পড়ালেখার সুবাদে সুদূর কানাডায় পাড়ি দিয়েছেন অনেক আগেই। তবে সম্প্রতি সেখানেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিকার হয়ে দেশটির এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন নিবিড় কুমার। ছেলের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কানাডার উদ্দেশ্যে উড়াল দেন গায়ক।

দূরদেশ বিধায় সঠিক খবরাখবর নেওয়া তার কাছের মানুষজনের জন্য যেমন কঠিন, একই চিত্র গণমাধ্যমের ক্ষেত্রেও।বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ জানা যায়, দুর্ঘটনায় গাড়িতে থাকা বাকি তিনজনের মৃত্যু হয়েছে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান নিবিড়। তাকে টরন্টোর একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে কুমার বিশ্বজিৎ তার ছেলের কাছে গিয়ে অবশেষে তার অবস্থার কথা জানান। দেশের মিউজিক ইন্ডাস্ট্রির বেশ কয়েকজনকে বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেন, নিবিড়ের অবস্থার উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জাঙ্গী তার সোশ্যাল হ্যান্ডেলে বলেন, “বিশ্বজিৎ বলেছেন- নিবিড় আগের চেয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ।

একই খবর দিলেন সংগীতশিল্পী কিশোর দাসও। কুমার বিশ্বজিতের সঙ্গেও কথা হয়। তার ভিত্তিতে কিশোর বলেন, “নিবিড়ের অবস্থার উন্নতি হচ্ছে। মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে গতকালের চেয়ে এই মুহূর্তে ভালো সে ভালো আছে। কথা হয় নিবির মামা অভিজিৎ দা ও তার বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে। আগামী ৬ ঘন্টার মধ্যে একটি নিবিড় অস্ত্রোপচার করা হবে৷

নিবিরের জন্য প্রার্থনা এবং গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে কিশোর বলেন, ‘ঈশ্বর যেন তাকে সুস্থ করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেন। সবাই তাকে আপনাদের দোয়া দিন। এ ব্যাপারে কেউ যেন কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি না ছড়ায় সে জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, কানাডার টরন্টোতে স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন নিবিড় কুমার। এ ঘটনায় গাড়িতে থাকা ওপর ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

About Rasel Khalifa

Check Also

গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি, জানা গেল কনের পরিচয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যখন সারা দেশের মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তখন বেশ নিরব ছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *