সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বিদ্যুতের শর্ট সার্কিট হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় সচিবালয়ের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে ডিজি বলেন, “আমাদের ধারণা, ইন্টেরিয়র ডেকোরেশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন এক জায়গা থেকে বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তবে এখনো আমরা নিশ্চিত নই। আগুন পুরোপুরি নিভিয়ে তল্লাশি শেষে সঠিক কারণ জানানো সম্ভব হবে।”
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে জানা গেছে তিনটি স্থানে একসঙ্গে আগুন দেখা গেছে। তিনি বলেন, “যদি শর্ট সার্কিট হয়ে থাকে এবং তা একই বিদ্যুৎ লাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে এটাই আগুনের কারণ হতে পারে। তবে তদন্ত না করে এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।”
এক প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, “ভবনের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।”
তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে আশ্বস্ত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।