সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সচিবালয়ের নিরাপত্তায় একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি, একজন এএসপি এবং ৫০০ জনের বেশি নিরাপত্তারক্ষী নিয়োজিত রয়েছেন। এছাড়া সাতটি টাওয়ারে গার্ড মোতায়েন করা হয়েছে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালনার জন্য অন্যান্য সরকারি দপ্তরের খালি জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে জানান স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথিগুলো অনলাইনে সংরক্ষিত থাকায় সেগুলো পাওয়া যাবে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেসব নথি পুড়ে গেছে, সেগুলো কতটা পুনরুদ্ধার করা সম্ভব, তা তদন্তের পর জানা যাবে।”
তিনি আরও বলেন, “সাবেক মুখ্য সচিব তোফাজ্জল পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগে যুক্ত কিছু প্রাথমিক প্রমাণের নথি পুড়ে গেছে। তবে পিরোজপুর থেকে সেই নথি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।”
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে চালানো হচ্ছে।