মনে করুন সকাল বেলা আপনি গেলেন আপনার মুরগীর খোপ খুলতে, আর খোপ খুলতেই যদি হাতের কাছে চলে আসে ১৫ ফুট লম্বা এক অজগর তাহলে আপনার অনুভূতিটাই বা কি হবে? এমনই ঘটনা ঘটেহচে বাগেরহাটের শরণখোলা উপজেলায়
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ির মুরগির খাঁচা থেকে সাপটিকে উদ্ধার করে বনকর্মীরা। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন জঙ্গলে অজগরটিকে অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কর্মকর্তা আব্দুস সবুর জানান, সাপটি হায়দার আলীর বাড়ির একটি মুরগির খাঁচায় এসে পড়ে। খবর পেয়ে তা উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তবে ১৫ ফুট লম্বা সাপটির ওজন ২০ কেজি।
মুরগী কয়টি ভক্ষন করতে পেরেছিল সেই সাপ জানা না গেলেও আপাতত বন্য পরিবেশে ভালোই আছে এটা নিশ্চিত ।