Thursday , January 9 2025
Breaking News
Home / Entertainment / সকলের সামনে ‘উলঙ্গ’ বললেন অভিনেতা মীর সাব্বির,লাইভে এসে এবার মুখ খুললেন ইসরাত পায়েল

সকলের সামনে ‘উলঙ্গ’ বললেন অভিনেতা মীর সাব্বির,লাইভে এসে এবার মুখ খুললেন ইসরাত পায়েল

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় এক অভিনেতা ছিলেন মীর সাব্বির। তার অভিনীত অনেক নাটকী মানুষের মনে রয়েছে এখনো। আগের মত এখন আর অভিনয়ের জগতে সক্রিয় না থাকলেও সম্প্রতি এটি বিষয়ে তিনি হয়েছেন বেশ সমালোচিত।

জানা গেছে দেশে চলমান মিসেস উনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আর সেখানে বিচারকের আসনে ছিলেন মীর সাব্বির। আর সেই অনুষ্ঠানের এক পর্যায়ে এই সমালোচনার জন্ম দেন তিনি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ইসরাত পায়েল। অনুষ্ঠানের এক পর্যায়ে মীর সাব্বিরকে তিনি ডেকে নেন মঞ্চে। আর সেখানে কথোপকথনের এক পর্যায়ে ইসরাত পায়েল মীর সাব্বিরকে অনুরোধ করেন যেন তার নাটক থেকে বরিশালের ভাষায় দু এটি লাইন দর্শকদের শোনান।

ইসরাত পায়েলের এই কথার জবাবে মীর সাব্বির বলেন, আমি তো নাটকের ডায়লগ মনে রাখতে পারি না। ইনস্ট্যান্ট যা আসে মাথায় বলে দিচ্ছি, এরপর মীর সাব্বির উপস্থাপিকা পায়েলের দিকে ফিরে বরিশালের ভাষায় বলেন,”এ মাতারি তুমি আহলে উলঙ্গ হয়ে দাঁড়ায় আছো কেন’। আর এই কথার সোনার পরেই সেখানে উপস্থিত সকল দর্শকরা ফেটে পড়েন অট্টহাসিতে।

তবে এই বিষয়টি একেবারেই ভালো ভাবে নেয়নি উপস্থাপিকা পায়েল। তিনি বিষয়টিকে বুলিং এর সাথে তুলনা করেছেন। এরপর লাইভে এসে নিজের ক্ষোভ ঝেড়ে বলেন মীর সাবব্বিরের কোনো অধিকার নেই আমার পোশাক নিয়ে কোনো ধরনের কথা বলা। এবং সেই সাথে তিনি বলেছেন এ ঘটনায় মীর সাব্বিরকে তার কাছে চাইতে হবে ক্ষমা।

এ দিকে এ নিয়ে এখনো কোনো ধরণের বক্তব্য শোনা যায়নি অভিনেতা মীর সাব্বিরের তরফ থেকে।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *