সম্প্রতি গত বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই সিনেমায় তুমুল জনপ্রিয় তারকা দম্পতি শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং শরিফুল রাজ। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের অনৈতিক সম্পর্ক চলছে এমনটা দাবি করে এ আলোচনার জন্ম দেন পরীমনি নিজেই।
এরপর নাম উল্লেখ না করে পরীমনিকে নিয়ে স্ট্যাটাস দেন মিম। এ নিয়ে আবারও পাল্টা স্ট্যাটাস দিলেন পরীমনি।
এদিকে রাজ-মিম জুটির পরাণ ও দামাল সোফোয়ালের আরেকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করার কথা ছিল তাদের।
তবে ওই সিনেমায় অভিনয় করবেন না মিম। সম্প্রতি এই অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, রাজের সঙ্গে আর কাজ করবেন না।
এর কারণ হিসেবে মিম বলেন, রাজের-পরীর সংসারে আবার ‘অবিশ্বাস-সমস্যা’ তৈরি হোক তা তিনি চান না।
গণমাধ্যমে মিমের এমন বক্তব্য আসার দুই দিন পর আবারও রাজকে জড়িয়ে তাকে খোঁচা দিলেন পরীমনি।
সোমবার রাত ৯টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে মিমের নাম উল্লেখ না করে পরীমনি লেখেন, ‘শরিফুল রাজ কখনোই নায়িকা-নির্ভর শিল্পী নন।
সেই সঙ্গে হাসির ইমো জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘সরি দিদি।’
গত ১০ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে রাজ ও মিমের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি। এবং তিনি পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে অভিহিত করেন যে তিনি তাদের সম্পর্কের মধ্যস্থতাকারী ছিলেন।
স্ট্যাটাসে মিমকে ট্যাগ করে পরীমনি লিখেছেন, ‘জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
এরপর পরীমনির নাম উল্লেখ না করে দীর্ঘ স্ট্যাটাসে মিম লেখেন, ‘…আমার উন্নতিতে ঈর্ষান্বিত, আমাকে আটকানোর চেষ্টা, আমাকে জড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে।’
তিনি আরও লিখেছেন, ‘…কোন ধরনের বানোয়াট মিথ্যা দ্বারা বিভ্রান্ত হবেন না।’
তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাজ নিজেই। এমনকি পরীমনির এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়েছেন তিনি। রাজ দাবি করেন, তিনি এখনো পরীমনিকে ভালোবাসেন, এবং আগামীতেও ভালোবাসবেন।