Tuesday , December 24 2024
Breaking News
Home / Entertainment / সংসার ভাঙন ও ফের এক হওয়ার সকল জল্পনার অবসান ঘটালেন পরীমনি, মুখ খুললেন নিজেই

সংসার ভাঙন ও ফের এক হওয়ার সকল জল্পনার অবসান ঘটালেন পরীমনি, মুখ খুললেন নিজেই

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত জুটি শরীফুল রাজ এবং পরীমনি, বাস্তব জীবনেও একত্রে ঘর বেঁধেছেন তারা। মাত্র এক বছর সময়ের মধ্যে তাদের প্রেম, বিয়ে, সন্তান এবং বিচ্ছেদের ঘটনা ঘটলো। তাদের জীবনের এই উথ্থান পতনের বিষয়গুলো আলোচনায় ভিন্নতা এনে দিয়েছে। এদিকে বছরের শেষ দিনে পরীমনির সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্ট্যাটাসে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটার আভাস দিয়েছিলেন। কারন হিসেবে জানিয়েছিলেন তাকে তার স্বামী মা”রধর করেছেন।

বেশ কয়েকদিন ধরেই রাজের সঙ্গে বিচ্ছেদের খবর দিয়ে আসছিলেন পরীমনি। কিন্তু দিন শেষে আবারও ফের মিলেও যাচ্ছিলেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার (১ জানুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন পরীমনি। এরপর রাজ আরও বলেন, তাদের এক সাথে থাকা হচ্ছে না আর।

এই দম্পতি আবার বিভ্রান্ত করলেন সবাইকে, যখন সবাই ধরে নেন যে রাজ-পরীর সংসার আর টিকছে না। ঢালিউড অভিনেত্রী শিরীন শীলা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে রাজ-পরী তাদের দুরত্ব ও সংকট ভুলে ফের এক হচ্ছেন। এ খবর প্রকাশের একদিনের মধ্যেই পরীমণি জানালেন, অভিমান ভুলে রাজের সঙ্গে এক হননি তিনি।

তবে অভিমান, রাগ-ক্ষো’ভ ভুলে পরী-রাজ এক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘না।’

এদিকে শিরিন শীলা তার ফে”সবুক থেকে রাজ-পরীর পোস্টটিও মুছে দিয়েছেন। বুধবার রাতে রাজ-পরী-রাজ্যের সঙ্গে তার ভিডিও কলের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছেন, ‘অভিনন্দন দোস্ত পরীমনি। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার একটি সুখী পরিবার গড়ার জন্য। পরীমনির সংসার ধ্বং”স দেখে যারা খুশি, তারা বি”/ষ খেয়ে মরুক, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বাঁচার অধিকার নেই। পরী-রাজ, রাজ্য জয় হোক।’

রাজ-পরীর সংসারের জটিলতা প্রকাশ্যে আসে ২০২২ সালের শেষ দিনে। কিন্তু সেটা ছিল পরীর দিক থেকে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পরীমনি ফে”সবুকে একটি স্ট্যাটাস দেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

এরপর শনিবার রাতে পরীমনি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গেছেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টা পর মধ্যরাতে তিনি ফে”সবুকে র”ক্ত মাখা বিছানা ও কোলবালিশের ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ। আগামীকাল প্রেস কনফারেন্স, লোডিং।’

পরীমনি ও রাজ গতবছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। ওই দিনেই তারা তাদের অনাগত সন্তানের বিষয়টিও প্রকাশ করেন। গত বছরের ২২ জানুয়ারি পরিবারের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছর অর্থাৎ ২০২২ সালের ১০ আগস্ট পরিমনি পুত্র সন্তানের জন্ম দেন।

About bisso Jit

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *