Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / সংসার ভাঙনের মাঝেই সুখবর দিয়েছেন নায়িকা পরীমনি

সংসার ভাঙনের মাঝেই সুখবর দিয়েছেন নায়িকা পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি প্রতিবাদী নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার জীবনে গত বেশ কয়েক মাস ধরে উত্থান পতন ঘটেছে ব্যাপকভাবে। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের উঠতি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করার পর তার জীবনে কিছুটা স্থিতিবস্থার মধ্যে আসলেও এবার তার সংসার জীবনে নেমে এসেছে সংকটময় অবস্থা। রাজের সাথে তার বিচ্ছেদ ঘটতে যাচ্ছে এমন খবর এখন বিনোদন পাড়াজুড়ে।

ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা ২০২২ সালের শেষ দিনে সংসার ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন। পারিবারিক জীবনে কোলজুড়ে আসে তার পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

৩১ ডিসেম্বর নিজের ব্যক্তিগত ফে”সবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমনি বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান। আজ আমি রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।

এরপর বছরের ১লা জানুয়ারি তিনি ফে”সবুকে র”ক্তের দাগসহ বিছানার ছবি পোস্ট করেন, যা দেশের বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করে। সংসার ভাঙার গু”ঞ্জন জোরালো হয়। একই দিন, অন্য একটি স্ট্যাটাসে স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ তোলেন তার ওপর গায়ে হাত তোলার মতো বিষয় নিয়ে।

এদিকে সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যে শুভাকাঙ্ক্ষীদের জন্য সুখবর দিলেন নায়িকা পরীমনি। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি প্রকাশের কথা জানান তিনি। সোমবার নিজের ব্যক্তিগত ফে”সবুক প্রোফাইলে গানটির একটি পোস্টার শেয়ার করেছেন পরী। ক্যাপশনে লিখেছেন- ‘আসছে।’

মঙ্গলবার বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি।

গানটি গেয়েছেন বাউল শফি মন্ডল। গানটির কথা লিখেছেন প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

প্রসঙ্গত, বলিউডের এই নায়িকার জীবনে সবচেয়ে বেশি চড়াই-উতরাই পেরোতে হয়েছে সিনেমা পাড়ার অন্য অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে, এমনটি মনে করেন তার ভক্তরা। তবে সেই সাথে তার জীবনে ঘটে যাওয়া ঘটনার জন্য সে নিজেই দায়ী এমনটিও মনে করেন অনেকে। তবে এখন পরিমনির জীবনে এক সন্তান আসার পর তার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে মনে করছেন তার শুভকাঙ্খীরা।

About bisso Jit

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *