হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, সংসদে বিরোধী দল নেই, আপনাদের (স্বতন্ত্র) ভূমিকা কী হবে?
জবাবে ব্যারিস্টার সুমন বলেন, বিরোধী দল নেই, দেখুন স্বতন্ত্রদের ‘চাপে’ থাকতে পারেন কি না।
সৈয়দ সৈয়দুল হক সুমন বলেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, নি/র্যাতিত মানুষের পক্ষে কথা বলা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাকে যথাসম্ভব নিজের এলাকায় উপলব্ধি করা।
এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটি বা দুটি নয়। বাংলাদেশে কেউ কাজ করতে চায় না। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি থাকলে অনেকটাই পাশ করতে পারব।