বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আসতে পারে, হতে পারে নতুন আরেকটি নির্বাচন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপকালে এ মন্তব্য করেন এই তরুণ রাজনীতিক।
ব্যারিস্টার পার্থ বলেন, এমন ধরনের বানোয়াট নির্বাচন করলে বিশ্ব থেকে কী চাপ আসতে পারে তা নিয়ে সরকার চিন্তিত। বিশেষ করে বাংলাদেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে সরকার উদ্বিগ্ন।
সরকার বৈশ্বিক চাপ নিতে পারবে কি না, সরকারের বিকল্প আছে কি না তা নিয়ে ভাবছেন তারা। যদি না নিতে পারে, তাহলে আবার সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার।
চলমান আন্দোলনে কি নেতৃত্বের সংকট আছে?
জবাবে পার্থ বলেন, চলমান আন্দোলনে নেতৃত্বের সংকট নেই। বিএনপি নির্বাচনে লড়াই করার ক্ষমতা রাখে। বিএনপি চাইলে এই নির্বাচন রোধ করতে পারে। বিএনপি তার কৌশলে চলছে। তারা প্রতিবাদের জায়গা ধরে রেখেছে। তারা যদি সিরিয়াসভাবে আবার মাঠে নামে, আমি বিশ্বাস করি স্বাভাবিকভাবে বাছাই করা কঠিন হবে।